Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৌলভীবাজার সরকারী কলেজ

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

মৌলভীবাজার সরকারী কলেজ

প্রাচীনকাল থেকে একটি সভ্য ও ঐতিহ্যমণ্ডিত জনপদ হিসেবে স্বীকৃত দু’টো কুঁড়ি একটি পাতা, হাওড়-বাওড়, পাহাড় বেষ্টিত আধুনিক জেলা শহর মৌলভীবাজারের দক্ষিণ প্রান্তে ১৯৫৬ সালের ১ জুলাই কতিপয় শিক্ষানুরাগী মহতী মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় মৌলভীবাজার কলেজটি প্রতিষ্ঠিত হয়। সেকালের মহকুমার উচ্চ শিক্ষার দ্বার উন্মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বিশিষ্ট বিদ্যানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব এম. আরিফ উদ্যোগ গ্রহণ করেন। কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন অবিভক্ত ভারতের আসাম প্রদেশের জনশিক্ষা পরিচালক মরহুম জনাব আবুল লেইছ সা’দ উদ্দিন আহমদ। কলেজ প্রতিষ্ঠায় যাঁরা নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাঁদের সকলের নাম স্বল্প পরিসরে উল্লেখ করা সম্ভব না হলেও বিশেষ কয়েকজনের নাম শিক্ষার্থীদের জানার জন্য উল্লেখ করা প্রয়োজন। কলেজ প্রতিষ্ঠার নেতৃত্বে ছিলেন সর্বজনাব মরহুম দেওয়ান আলহাজ্ব আব্দুল বাছিত (প্রাক্তন মন্ত্রী), মরহুম হাজী কেরামত আলী, মন্মথ পোদ্দার (মৌলভী টি এস্টেট এর মালিক), মরহুম মোঃ ইনাম উল্লাহ, মরহুম সুনা উল্লাহ, এন. কে. পাত্র, ব্যোমকেশ ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী চাম্পালাল সান্ড, সৈয়দ সরফরাজ আলী, সৈয়দ আশরাফ আলী, আলী হায়দার খান প্রমূখ। মরহুম হাজী কেরামত আলী সাহেবের একক অর্থায়নে (যার বাড়ী কমলগঞ্জ উপজেলার ভানুগাছের কুমড়াকাপন গ্রামে) বর্তমান শিক্ষক মিলনায়তন সংলগ্ন উত্তর দিকের পুরাতন বিজ্ঞান ভবনটি নির্মিত হয়।